ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুখ লুকিয়ে রণবীর-আলিয়ার পার্টিতে শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৭ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:১৫, ১৭ এপ্রিল ২০২২
মুখ লুকিয়ে রণবীর-আলিয়ার পার্টিতে শাহরুখ

বেশ কয়েক বছর প্রেম করার পর সম্প্রতি বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শনিবার (১৬ এপ্রিল) এ উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন তারা। এতে হাজির ছিলেন বলিউডের এক ঝাঁক তারকা।

রণবীর-আলিয়ার বিয়ের এই পার্টিতে হাজির হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সবাইকে অবাক করে পার্টিতে মুখ লুকিয়ে এসেছিলেন তিনি। তার গাড়ির জানালা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ফলে চোখেই পড়েননি তিনি।

আরো পড়ুন:

শাহরুখের পরবর্তী সিনেমা ‘পাঠান’। বর্তমানে সেই সিনেমাটি নিয়েই ব্যস্ত তিনি। এছাড়া রাজকুমার হিরানির সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা। ধারণা করা হচ্ছে, তার লুক যেন প্রকাশ্যে না আসে সেজন্যই এমন কাজ করেছেন শাহরুখ।

রণবীর-আলিয়ার এই পার্টিতে হাজির ছিলেন কাপুর ও ভাট পরিবারের সদস্যরা। শাহরুখ ছাড়াও ছিলেন শ্বেতা বচ্চন, গৌরী খান, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, আয়ান মুখার্জি, করন জোহর প্রমুখ।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়