ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কটাক্ষের শিকার নববধূ আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২০ এপ্রিল ২০২২   আপডেট: ১৩:২৫, ২০ এপ্রিল ২০২২
কটাক্ষের শিকার নববধূ আলিয়া

বিয়ের কয়েকদিন পরই কাজে ফিরেছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কটাক্ষের শিকার তিনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) মুম্বাই বিমানবন্দরে ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছেন আলিয়া। এই সময় হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে ছিলেন তিনি। খোলা চুলে নো-মেকআপ লুকেই তাকে দেখা গেছে। হাতে মেহেদির রঙ জ্বলজ্বল করলেও সিঁথিতে ছিল না সিঁদুর। এমনকি পাঞ্জাবি রীতিতে বিয়ে করলেও হাতে চূড়া পরেননি এই অভিনেত্রী। আর তাতেই নেটিজেনদের কেউ কেউ আপত্তি জানিয়েছেন।

আলিয়াকে কটাক্ষ করে একজন লিখেছেন, ‘নতুন বউয়ের এ কেমন সাজ? এর চেয়ে ক্যাটরিনা অনেক ভালো ছিল।’ অপর একজন লিখেছেন, ‘কেমন ম্যাড়ম্যাড়ে দেখাচ্ছে।’ তবে ভক্তরা কিন্তু ঠিকই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। এই অভিনেত্রীকে নিন্দুকদের কথায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

খুব শিগগির ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার বাকি অংশের শুটিং শুরু করবেন আলিয়া। এরপর তার প্রথম হলিউড সিনেমার কাজ শুরু করবেন তিনি। ‘হার্ট অব স্টোন’ নামের সিনেমাটিতে অভিনেত্রী গ্যাল গ্যাডটের সঙ্গে দেখা যাবে তাকে।

/মারুফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়