ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের টিভিতে ‘বোঝেনা সে বোঝেনা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৬ জুন ২০২৩  
ফের টিভিতে ‘বোঝেনা সে বোঝেনা’

ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’। এ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করেন মধুমিতা সরকার। অরণ্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেন যশ দাশগুপ্ত। এ দুটো চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন তারা। বাংলাদেশেও তাদের ভক্ত সংখ্যা কম নয়!

২০১৩ সালে স্টার জলসায় ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের প্রচার শুরু হয়। ২০১৬ সালের ১৮ জুন শেষ হয় নাটকটি। তারপর কেটে গেছে দীর্ঘ ৭ বছর। দর্শকপ্রিয়তা বিবেচনা করে ফের নাটকটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৩ জুলাই থেকে দেখা যাবে ধারাবাহিকটি। সপ্তাহে সোম থেকে রবি প্রতিদিন রাত ১১টায় (ভারতীয় সময়) প্রচার হবে এটি। এখন আধ ঘণ্টা নয়, এক ঘণ্টা ধরে দেখানো হবে এই প্রেমের কাহিনি। এ ঘোষণা আসার পর দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।

হিন্দি টিভি ধারাবাহিক ‘ইস পেয়ার কো কেয়া নাম দু’ ধারাবাহিকের রিমেক ‘বোঝেনা সে বোঝেনা’। এটি রচনা করেন গুল খান। পরিচালনা করেছেন স্নেহাশীষ জানা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়