ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সামনে শ্রোতারা আমার হিন্দি গান পাবেন: আসিফ

প্রকাশিত: ১৭:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৪
সামনে শ্রোতারা আমার হিন্দি গান পাবেন: আসিফ

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে বিগ বাজেটের একটি মিউজিক্যাল ফিল্মের কাজ করছেন। এদিকে হিন্দি ভাষায় গান করবেন বলেও জানিয়েছেন আসিফ আকবর।

বেশ কিছু নতুন কাজ শুরু করবেন আসিফ আকবর। তা জানিয়ে তিনি বলেন, ‘এখন আন্তর্জাতিক পর্যায়ে গান করতে যাচ্ছি। শ্রেয়া ঘোষালের সঙ্গে ডুয়েট গান আসবে। এ ছাড়া ভারতীয় প্রযোজনা সংস্থা সারেগামা ও টি সিরিজের সঙ্গে সামনে কাজ হবে। সামনে শ্রোতারা আমার হিন্দি গান পাবেন। হিন্দি ভাষার গানের জন্য ট্রেইনিং করব।’

আরো পড়ুন:

আসিফ পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। তা উল্লেখ করে এ গায়ক বলেন, ‘আমি সবসময় পরিকল্পনা করেই কাজ করি। বাংলা গানকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রমোট করতে চাই। যেটি নিয়ে অনেকটা পথ এগিয়েছি। এ ছাড়া নিজের ব্যবসা নিয়েও ব্যস্ততা বাড়ছে। গান গাওয়ার পাশাপাশি সবকিছু চলবে। ফ্যানদের কারণেই আজকের আমি। অন্যদিকে গান গেয়ে চলেছি বলেই কিন্তু তারা আজও আমাকে ভালোবাসে। আমার নতুন নতুন গান উপভোগ করে। যত দিন সুস্থ আছি, তাদের জন্য গান করে যাব।’

আসিফের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের কাজ চলছে। এতে একজন ডনের ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ঈদুল ফিতরে শ্রোতারা গানটি পাবেন বলেও জানান আসিফ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়