ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমি নামেই পরী, আমার জীবন পরীদের মতো নয়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫০, ১৭ জানুয়ারি ২০২৫
‘আমি নামেই পরী, আমার জীবন পরীদের মতো নয়’

পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমণি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্র পুণ্যকে (পদ্ম) বড় করছেন। গত বছর একটি কন্যাসন্তান দত্তক নেন পরীমণি। আপাতত, দুই সন্তান আর কাজই তার ধ্যান-জ্ঞান।

পরীমণি স্বভাবে চটপটে। তবে সময়ের সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, হচ্ছে। চটপটে স্বভাব পরীমণির বাইরের কি।  ব্যক্তি জীবনে অন্তরের পরীমণি কি খুব একা, ক্লান্ত? ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখে পড়েন এই নায়িকা।

আরো পড়ুন:

এ বিষয়ে পরীমণি বলেন “নিজেকে নিয়ে এভাবে কোনো দিন ভাবিইনি। হ্যাঁ, কখনো কখনো অবশ্যই ক্লান্ত লাগে। দিনদুই আগেও এক সাক্ষাৎকারে বলেছি, আমি নামেই পরী। আমার তো পরীদের মতো জীবন নয়। আমিও বাকিদের মতো রক্ত-মাংসের মানুষ। আমারও মনখারাপ হয়, রাগ হয়, দুঃখ হয়। তবে এখন রাগ-অভিমান-মনখারাপের কোনো জায়গা জীবনে নেই। কার উপর রাগ করব? এই সব অনুভূতি সরে যাওয়ায় আমি সুখি।”

খানিক ব্যাখ্যা করে পরীমণি বলেন, “কারণ, এই অনুভূতিগুলো মনের উপরে ছাপ, চাপ— দুই-ই ফেলে। বিশেষ করে প্রেমে পড়লে। কারো ফোন ধরতে না পারলে বা আমার ফোন না ধরলে মনখারাপ…। কী জ্বালা বলুন তো! এসব নেই বলেই ছেলেমেয়েদের সামলেও কাজে মন দিতে পারছি।”

কিছুটা আফসোস নিয়ে পরীমণি বলেন, “আমার এটাই চ্যালেঞ্জ ছিল, একা হাতে সন্তান মানুষ করে পেশাজীবনেও উন্নতি করব। যাতে আমার দ্বিতীয় ইনিংস নিয়ে ওরা গর্ব করতে পারে। এই মনোযোগ যদি আরো আগে দেখাতাম, তা হলে আমার অবস্থান হয়তো অন্যরকম হতো।”

পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’ সিনেমা শুক্রবার (১৭ জানুয়ারি) কলকাতায় মুক্তির কথা রয়েছে। এ সিনেমার মাধ্যমে টলিউডে তার অভিষেক হবে। কিন্তু ভিসা জটিলতার কারণে কলকাতায় যেতে পারেননি তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়