ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: কে কত ভোটে বিজয়ী হলেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
ডিরেক্টরস গিল্ড নির্বাচন: কে কত ভোটে বিজয়ী হলেন

কথা বলছেন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার পরে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা নরেশ ভূঁইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ ও চিত্রনাট্যকার মাসুম রেজা।

আরো পড়ুন:

সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী পদে জয়ী হয়েছেন ফরিদুল হাসান। তার প্রাপ্ত ভোট ২২২টি। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক (২৮৯), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ (২১৩)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মদ (২৪০)।

সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মনিরুজ্জামান লিপন। অর্থ সম্পাদক হিসেবে জয়ী আবু রায়হান পেয়েছেন ২৫৩ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজমুল। তার প্রাপ্ত ভোট ২৫৩। প্রশিক্ষণ ও আর্কাইভ–বিষয়ক সম্পাদক পদে জয়ী গাজী আপেল মাহমুদ পেয়েছেন ২৬৮ ভোট। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ২২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সঞ্জয় বড়ুয়া। আইন ও কল্যাণবিষয়ক পদে জয়ী হয়েছেন প্রীতি দত্ত। তার প্রাপ্ত ভোট ২২১। দপ্তর সম্পাদক পদে ২৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাঈদ রহমান।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সাতজনের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন সাগর জাহান। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৮৪। সাগর জাহানের পরের অবস্থানে রয়েছেন চয়নিকা চৌধুরী। তার ভোটের সংখ্যা ২৬৯। বাকি পাঁচ বিজয়ীরা হলেন— মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪ ভোট), গীতালি হাসান (২৩৯ ভোট), লিটু করিম (২২৮ ভোট), শিহাব শাহীন (২২৮ ভোট) ও হাসান রেজাউল (২২৩ ভোট)।

নির্বাচন কমিশনার মাসুম রেজা বলেন, “এবারে নির্বাচন খুবই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। এত ভোটার আগে কখনো ভোট দিতে আসেননি। ৮৯ শতাংশ ভোটার উপস্থিতি বলে দেয় আনন্দে ভোট প্রদান হয়েছে। পরে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছি। সেখানেও সবাই আমাদের সহায়তা করেছেন। সবাই ফলাফল মেনে নিয়েছেন।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়