ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরিফুল রাজের যে অভ্যাস ফারিণকে অবাক করে দিয়েছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১ জুন ২০২৫   আপডেট: ০৮:৪৩, ১ জুন ২০২৫
শরিফুল রাজের যে অভ্যাস ফারিণকে অবাক করে দিয়েছে

শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ

রোমান্টিক ঘরানার অভিনয়ে অভ্যস্ত তাসনিয়া ফারিণ এবার অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আসছেন। ঈদে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সিনেমার ট্রেজার প্রকাশের পর অচেনা ফারিণকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। এদিকে রাজকে ‘ইনসাফ’ এর প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ংকর এক সন্ত্রাসীর চরিত্রে। সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে মাসের পর মাস শরিফুল রাজকে কাছ থেকে দেখেছেন ফারিণ। তিনি নাকি অবাকও হয়েছেন। কিন্তু কেন?

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে ফারিণ শরিফুল রাজ সম্পর্ মন্তব্য করেছেন। ফারিণ বলেন, ‘‘শরিফুল রাজ খুবই হার্ডওয়ার্কিং আর ডেডিকেটেড একজন অভিনেতা। উনি শ্যুটিং-এর ফাঁকেও ফোন ইউজ করেন না। আমরা তো শ্যুটিং শেষ হলে বা শটের ফাঁকেও বিভিন্ন সময় ফোন ইউজ করি, উনি তা করেন না। এটা মাসের পর মাস থাকে আমি অবাক হয়েছি দেখে।’’

আরো পড়ুন:

ফারিণ আরও বলেন, ‘‘ শরিফুল রাজ সারাক্ষণ ক্যারেক্টার নিয়ে ভাবে, ক্যারেক্টার কীভাবে ভালো করা যাবে এটাই তার কাছে গুরুত্বপূর্ণ।’’ 

উল্লেখ্য, ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে এই প্রথম জুটি বেঁধেছেন রাজ-ফারিণ।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়