নসিব : ৬ বছর পর গানে ফিরলেন ঈশিতা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নব্বই দশকের টিভি পর্দার প্রিয় মুখ ঈশিতা। অভিনয়ের পাশাপাশি গানেও পেয়েছেন জনপ্রিয়তা। দীর্ঘ ছয় বছর পর আবারও শোনা যাচ্ছে তার কণ্ঠ। ‘রুপোর ঝলক’ শিরোনামের গান নিয়ে ফিরলেন তিনি।
গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। তানিম রহমান অংশু পরিচালিত ইউটিউব ফিল্ম ‘নসিব’-এ গানটি ব্যবহার করা হয়েছে। ।
ঈশিতা বলেন, “গানটি গাওয়া হয়েছিল আজ থেকে দুই বছরেরও বেশি আগে। তখন আমি ‘কেন’ নামের একটি নাটকে অভিনয় করছিলাম। সেই সময়ই গানটি গাওয়ার প্রস্তাব পাই। গানটা শুনেই ভালো লেগে যায়। বিশেষ করে আসিফ ইকবালের লেখা গান গাইতে সম্মানিত বোধ করেছিলাম।”
তবে তখন নানা পারিবারিক ব্যস্ততায় গানটির প্রকাশ বিলম্বিত হয়। পরে ‘নসিব’ ফিল্মে গানটি ব্যবহারের প্রস্তাব এলে রাজি হয়ে যান ঈশিতা।
“প্রকাশের পর বেশ কিছু প্রশংসা পাচ্ছি। ভাবছি, আরও কিছু মৌলিক গান করা যায় কি না দেখা যাক,”-বলেন ঈশিতা।
ঈশিতার গানের শিকড় ছোটবেলায়। ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুক এবং ওস্তাদ সঞ্জীব দের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন। ১৯৮৮ সালে ‘নতুন কুড়ি’তে ছড়াগানে প্রথম পুরস্কার পান। এরপর সারগাম থেকে একটি অ্যালবাম এবং সাউন্ডটেকের ব্যানারে একাধিক অ্যালবাম প্রকাশ পায়।
তার গাওয়া উল্লেখযোগ্য গান বা অ্যালবামের মধ্যে রয়েছে ‘রাত নিঝুম’, ‘ভুলো না আমায়’ ও ‘কুলসুম’।
অভিনয়ে ঈশিতাকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় প্রয়াত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে। এরপর তাকে চলচ্চিত্রে দেখা যায়নি।
ঢাকা/রাহাত