ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত: হানিফ সংকেত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ২১ জুলাই ২০২৫   আপডেট: ২১:৫২, ২১ জুলাই ২০২৫
আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত: হানিফ সংকেত

হানিফ সংকেত

আজ দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যেই পরিণত হয় মৃত্যুপুরীতে। স্বজনদের আহাজারি ছুঁয়ে গেছে গোটা দেশবাসীকে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। 

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ফেসবুক পোস্টে হানিফ সংকেত লেখেন, “আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি।” 

আরো পড়ুন:

অনুরোধ জানিয়ে হানিফ সংকেত লেখেন, “কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক—এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।” 

এ দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন—শাকিব খান, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদসহ অনেকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়