ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কোনো দিন জন্মদিন পালন করা হতো না, কেক কাটাও হতো না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ২০:৩৭, ২৭ জুলাই ২০২৫
‘কোনো দিন জন্মদিন পালন করা হতো না, কেক কাটাও হতো না’

সৈয়দ হাসান ইমাম

মঞ্চনাটক, টিভি ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম। রবিবার (২৭ জুলাই) তার ৯০তম জন্মদিন। ষাটের দশকে সিনেমার পর্দায় নায়ক হিসেবে আবির্ভূত হওয়া এই গুণী শিল্পী দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় অভিনয়ের নানা মাধ্যমে দ্যুতি ছড়িয়েছেন। 

জন্মদিন নিয়ে তার ভাবনা প্রসঙ্গে হাসান ইমাম বলেছিলেন, “কোনো দিন জন্মদিন পালন করা হতো না। কেক কাটাও হতো না। তবে এই দিনে বাড়ির মধ্যে ভালো ভালো রান্না হতো। সবাই মিলে খেত, এই আরকি।”

আরো পড়ুন:

ছোটবেলার স্মৃতিচারণা করে সৈয়দ হাসান ইমাম বলেন, “আমাকে ছেলেবেলায় কেউ কিছু করতে নিষেধ করেননি। সচেতন পরিবার। আমার মামারা কমিউনিস্ট পার্টি করতেন। বড় নেতা ছিলেন। কেউই আমাদের বাধা দেননি। আমি খেলাধুলা করেছি। গানবাজনা করেছি। পরে ছাত্ররাজনীতি করেছি। কলেজে গিয়ে নাটক করেছি। আমি নিজের মতো করে বাঁচতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য।”

“নিজের মতো বাঁচতে পারার জন্য প্রথমত নিজের ইচ্ছাশক্তি লাগে। দ্বিতীয়ত, সবার সহযোগিতা। দুটিই আমি সব সময় পেয়েছি। অনেকের পরিবার তাদের সন্তানদের বাধা দেয়, নিজের মতো করে চলতে দেয় না। আমার পরিবার তা করেনি, আমরা যেটা করতে চেয়েছি, সেটাই করেছি।” বলেন সৈয়দ হাসান ইমাম। 

অভিনয়ের পাশাপাশি তিনি একজন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় কর্মী এবং একজন সৎ ও মূল্যবোধনিষ্ঠ মানুষ। জীবনের বিচিত্র পথচলায় গান, নাটক, চলচ্চিত্র, মঞ্চ ও আবৃত্তির মাধ্যমে সংস্কৃতির নানা শাখায় অবদান রেখেছেন। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পরিবারের সঙ্গে অবস্থান করছেন এই শিল্পী। শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মন আজও তরুণ, ভরপুর উদ্দীপনায় বাঁচতে ভালোবাসেন তিনি। 

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন সৈয়দ হাসান ইমাম।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়