ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখ খানকে যে বার্তা দিলেন ফিফা সভাপতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৪ আগস্ট ২০২৫  
শাহরুখ খানকে যে বার্তা দিলেন ফিফা সভাপতি

শাহরুখ খানের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কখনো পাননি। এ নিয়ে চাপা আক্ষেপ বয়ে বেড়াচ্ছিলেন। ৭১তম জাতীয় চলচ্চিত্রে পুরস্কার সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ। 

১ আগস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করা হয়। তারপর থেকে ভক্ত-অনুরাগী, সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা) বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন। 

আরো পড়ুন:

শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে জিয়ান্নি ইনফান্তিনো লেখেন,      “জওয়ান’ সিনেমায় আপনার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়ায় আপনাকে অভিনন্দন শাহরুখ খান।”  

স্মৃতিচারণ করে জিয়ান্নি ইনফান্তিনো লেখেন, “সিনেমাটি মুক্তির কয়েক মাস পর আপনার সঙ্গে দেখা হওয়া অত্যন্ত আনন্দের ছিল। গত তিন দশকেরও বেশি সময় ধরে মানুষকে বিনোদন দেওয়ার এবং মুখে হাসি ফোটানোর জন্য আপনি যে কাজ করে চলেছেন, তা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখি।” 

২০২৩ সালের ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এটি পরিচালনা করেন অ্যাটলি কুমার। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এটি।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়