ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিয়ারার মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:০৯, ১৬ অক্টোবর ২০২৫
কিয়ারার মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা!

মঙ্গলসূত্র হিন্দু ধর্মাবলম্বী কনের জন্য শুধু একটি প্রথাগত অলংকারই নয়, এটি ভালোবাসা ও অঙ্গীকারের পবিত্র একটি প্রতীক। তবে তারকা কনের ক্ষেত্রে এই মঙ্গলসূত্র হয়ে উঠেছে অনন্য ফ্যাশন স্টেটমেন্ট। বলিউডের তারকারা ঐতিহ্যবাহী এই অলংকারকে আরো এক ধাপ আধুনিক ছোঁয়ায় নিয়ে গিয়েছেন—দিয়েছেন আভিজাত্যের নতুন সংজ্ঞা।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জানা যায়, এ অভিনেত্রীর মঙ্গলসূত্রটির দাম কয়েক কোটি টাকা।

আরো পড়ুন:

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়ারা আদভানি বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অন্যতম অভিনেত্রী। বলিউড অভিনেত্রীদের কাছে সবচেয়ে বেশি দামের যে কটি মঙ্গলসূত্র রয়েছে, তার একটির মালিক কিয়ারা আদভানি। 

তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার উপহার দেওয়া এই মঙ্গলসূত্রে রয়েছে সোনার চিকন চেন, যাতে বসানো হয়েছে কালো রঙের পুঁতি; মাঝখানে একটি বড় হীরার পেনডেন্ট, যা পুরো লুককে রাজকীয় আভা দিয়েছে। জানা যায়, কিয়ারার এই মঙ্গলসূত্রের দাম ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা)।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হওয়ার ঘোষণা দেন তারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়