ফের বিয়ে করেছেন জেমস, হয়েছেন পুত্র সন্তানের বাবা
স্ত্রী নামিয়া ও পুত্রের সঙ্গে জেমস
দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের রকস্টার জেমস। ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন তিনি।
চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম। তবে এসব খবর গোপন রেখেছিলেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকাল জেমস বলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।”
২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের প্রথম পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, পরে প্রণয় এবং শেষ পর্যন্ত বিয়ে।
২০২৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম হয় জিবরানের। সন্তানের জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন তারা।
ব্যক্তিজীবনে জেমসের এটি তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাদের বিয়ে হয়, আর ২০০৩ সালে বিচ্ছেদ। এরপর ২০০০ সালে জেমসের সঙ্গে পরিচয় হয় বেনজীর সাজ্জাদের; পরবর্তীতে আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে এই সংসারেরও ইতি ঘটে।
প্রথম সংসারে জেমসের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যা। আর নতুন সংসারে এসেছেন তার পুত্র জিবরান আনাম—জেমসের জীবনে নতুন আলো হয়ে।
ঢাকা/রাহাত/শান্ত