ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাহেবের সঙ্গে বাগদান সারলেন সুস্মিতা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:৫৭, ১৩ নভেম্বর ২০২৫
সাহেবের সঙ্গে বাগদান সারলেন সুস্মিতা?

সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্য

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় জুটি সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্য। ‘কথা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে এ জুটির প্রেমের গুঞ্জন চাউর হয়। এ নিয়ে প্রশ্ন করা হলে বরাবরই তা এড়িয়ে গিয়েছেন তারা। 

সম্পর্কের প্রশ্ন উঠলেই এড়িয়ে যাওয়ার পথ বেছে নেন সাহেব-সুস্মিতা। তবে যেকোনো অনুষ্ঠানে হাতে হাত রেখে চলতে দেখা গিয়েছে তাদের। কিছু দিন ধরে টলিপাড়ায় গুঞ্জন উড়ছে, ‘কথা’ ধারাবাহিক শেষ হওয়ার পরই বাগদান সেরেছেন এই যুগল। 

আরো পড়ুন:

ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “এই ছুটিতেই সাহেব-সুস্মিতার ‘পাকাদেখা’ হয়েছে। এরই মাঝে আংটিবদলও সেরেছেন তারা।”  

বাগদানের খবরটি কী সত্যি? এ প্রশ্নের উত্তর জানতে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম। জবাবে তিনি বলেন, “সবাই কি পাগল হয়ে গিয়েছে! সবটাই ভুল খবর। দুর্গাপূজার সময়ের একটি ভিডিও পোস্ট করেছিলাম; সেটা দেখেই হয়তো সবাই এসব ভেবেছেন।” 

সুস্মিতা দে


শোনা যাচ্ছে, সুস্মিতা নতুন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন। এ বিষয়ে সুস্মিতা দে বলেন, “আগের ধারাবাহিকের রেশ কাটার আগেই কী করে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করব? এটা কী কেউ করে?” 

পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সুস্মিতা দে বলেন, “আমি এখন ছুটি উপভোগ করছি। ঘুমাচ্ছি, প্রচুর সিনেমা দেখছি। এদিক-সেদিক বেড়াতে যাচ্ছি। এখনই নতুন ধারাবাহিক শুরু করার কোনো পরিকল্পনা নেই।” 

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ সুস্মিতা দে। এর আগে অনির্বাণ রায়ের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। জি বাংলার রিয়েলিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’। এ অনুষ্ঠানের মঞ্চে অনির্বাণকে হবু স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী। কয়েক বছরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনাও করেছিলেন। তবে গত বছরের মাঝামাঝি সময়ে অনির্বাণ জানান, ভেঙে গেছে তাদের সম্পর্ক।

সুস্মিতা দে


অনেক দর্শকপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সুস্মিতা দে। এ তালিকায় রয়েছে—‘কথা’, ‘পঞ্চমী’, ‘বউমা একঘর’, ‘অপরাজিত অপু’ প্রভৃতি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়