ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলচ্চিত্র নির্মাণে আবুল হোসেন মজুমদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০৫, ১৪ জানুয়ারি ২০২৬
চলচ্চিত্র নির্মাণে আবুল হোসেন মজুমদার

আবুল হোসেন মজুমদার, শিরিন শিলা ও কায়েস আরজু

দীর্ঘদিনের সাংবাদিকতা ও বিনোদন অঙ্গনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলচ্চিত্র নির্মাণে পা রাখলেন আবুল হোসেন মজুমদার। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসি তোমায়’। এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। 

মজুমদার ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জুটি বেঁধেছেন কায়েস আরজু ও শিরিন শিলা। সিনেমাটি প্রযোজক ফারুক মজুমদার। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন আবুল হোসেন মজুমদার। 

আরো পড়ুন:

আবুল হোসেন মজুমদার একজন চলচ্চিত্র কাহিনিকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও বিনোদন সাংবাদিক। প্রায় তিন দশক ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। বিনোদনধারা, বিনোদন ভুবন ও বিনোদন জগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক তিনি। এছাড়া ‘আনন্দ বিনোদন’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হিসেবেও পরিচিত। 

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) সভাপতি এবং আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার। পাশাপাশি তিনি ধারা মিডিয়ার স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য। জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচন কমিশনারের দায়িত্বও পালন করেছেন তিনি। 

‘ভালোবাসি তোমায়’ নির্মাণের পর বর্তমানে তিনি নতুন আরেকটি চলচ্চিত্র পরিচালনা ও কাহিনি লেখার কাজে ব্যস্ত। এফএম মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য নতুন সিনেমাটির নাম ‘অন্য রকম প্রেম’। 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ পাওয়ার প্রতিক্রিয়ায় আবুল হোসেন মজুমদার বলেন, “আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই সম্মান পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরো আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়