নায়িকা মুক্তির শীতবস্ত্র বিতরণ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের দৃশ্য
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অসহায় ও স্বল্প আয়ের শিল্পীদের পাশে দাঁড়ালেন সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। শীতের এই সময়ে নিজ উদ্যোগে দুই শতাধিক শিল্পীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য পলি ও সনি রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, সম্রাট এবং অভিনেতা তুষার খান।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে মুক্তি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক সহকর্মী আছেন, যারা এখন স্বল্প আয়ে জীবনযাপন করছেন। আগের মতো কাজ নেই, ইন্ডাস্ট্রির অবস্থাও ভালো যাচ্ছে না। শীতের সময় তাদের কষ্টের কথা ভেবেই ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি।”
শীতবস্ত্র বিতরণকে ‘উপহার’ বলে মন্তব্য করেন মুক্তি। তার ভাষায়—“আমরা যেমন দুই ঈদে উপহার দিয়ে থাকি, এটাও ঠিক তেমনই। সহকর্মীদের জন্য শীতবস্ত্র উপহার।”
ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ প্রসঙ্গে মুক্তি বলেন, “স্বল্প আয়ের সহকর্মীদের জন্য আমি একটি বড় উদ্যোগ নিয়েছি। এখনই বিস্তারিত বলতে চাই না। সব প্রস্তুতি শেষ হলে আনুষ্ঠানিকভাবে জানাব। যে উদ্যোগটি নিয়ে কাজ করছি, সেটি দীর্ঘদিন ধরেই সহকর্মীদের একটি দাবি।”
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। পরবর্তীতে ‘চাঁদের আলো’ সিনেমায় চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন।
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। এছাড়াও চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে তাকে নিয়মিত দেখা যায়।
ঢাকা/রাহাত/শান্ত