ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলের ঢাকা পর্বের সময়সূচি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪০, ১৪ জানুয়ারি ২০২৬
বিপিএলের ঢাকা পর্বের সময়সূচি

চায়ের দেশ সিলেটের সবুজ গালিচায় টানা ১৮ দিনের ধ্রুপদী লড়াই শেষে এবার ডেরা বদলাচ্ছে বিপিএলের ১২তম আসর। চড়াই-উতরাই, রাজনৈতিক অস্থিরতা আর ভেন্যু পরিবর্তনের নানা শঙ্কা কাটিয়ে টুর্নামেন্ট এখন তার চূড়ান্ত গন্তব্য- হোম অফ ক্রিকেট মিরপুরে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আসরের মেগা ফাইনালসহ শেষ ১০ ম্যাচের জমজমাট লড়াই। তার আগে চলুন দেখে নিই ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি।

এক নজরে ঢাকা পর্বের সূচি (লিগ পর্যায়):

আরো পড়ুন:

তারিখ মুখোমুখি সময়
১৫ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা
১৫ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস সন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস দুপুর ২টা
১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা
১৭ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬টা

নকআউট ও মেগা ফাইনালের সময়সূচি:
লিগ পর্বের লড়াই শেষে শুরু হবে আসল স্নায়ুযুদ্ধ। ১৯ জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার।

১৯ জানুয়ারি: এলিমিনেটর (দুপুর ১:০০টা)।
১৯ জানুয়ারি: প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬:০০টা)।
২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬:০০টা)।
২৩ জানুয়ারি: গ্র্যান্ড ফাইনাল (সন্ধ্যা ৭:০০টা)।

প্লে-অফের লড়াই: তিন দল নিশ্চিত, বাকি একটির খোঁজে
সিলেট পর্বের ২৪টি ম্যাচ শেষে টুর্নামেন্টের সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার। পয়েন্ট টেবিলের দাপুটে পারফরম্যান্সে ইতোমধ্যে শেষ চারে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং স্বাগতিক সিলেট টাইটানস। ঢাকার এই শেষ ভাগ মূলত নির্ধারণ করবে চতুর্থ দলটি কারা হবে। উত্তেজনার পারদ এতটাই তুঙ্গে যে, টিকিট ছাড়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়