সেলিম আল দীন স্মরণোৎসবে যা যা থাকছে
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা থিয়েটার, নাট্য সংগঠন স্বপ্নদল ও গাইবান্ধার সারথী থিয়েটার নানা আয়োজন করেছে।
রাজধানী ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে স্মরণোৎসবের আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল ও ঢাকা থিয়েটার।
সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামীর সঞ্চালনায় উক্ত সেমিনারে ‘বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রেজা আরিফ।
অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন জাহিদ রিপন, তৌফিক হাসান ময়না, রুবাইয়াৎ আহমেদ ও আবু সাঈদ তুলু। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার হলে এই আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
১৪-১৬ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় উৎসবের প্রথম দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবন থেকে শুরু হয়ে সেলিম আল দীনের সমাধি পর্যন্ত স্মরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেখানে পুষ্পাঞ্জলি অর্পণসহ জানানো হবে নাট্যাচার্যের প্রতি শ্রদ্ধা। স্বপ্নদলের অংশ হিসেবে প্রদর্শিত হবে দুটি নাটক ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ‘চিত্রাঙ্গদা’ নাটকটি সেলিম আল দীনের পরামর্শ অনুযায়ী নির্মিত হয়েছিল। সমাপনী দিনে ‘হরগজ’ নাটকের ৫০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ঢাকা থিয়েটারও তিন দিনব্যাপী নানা আয়োজন করেছে। এতে রয়েছে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সেমিনার এবং তার রচিত বিভিন্ন নাটকের মঞ্চায়ন। সেগুলোর মধ্যে রয়েছে ‘দেয়াল’, ‘নিমজ্জন’ ও ‘রঙমহাল’। নির্দেশনায় রয়েছেন অনিক ইসলাম, নাসির উদ্দীন ইউসুফ ও ফারুক আহমেদ।
তাছাড়াও গাইবান্ধার দারিয়াপুরে সারথি থিয়েটারের আয়োজনে গত ১০ জানুয়ারি শুরু হয়েছিল ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ শিরোনামে দুই দিনব্যাপী আয়োজন। বুধবার এ অনুষ্ঠানের সমাপনী দিন। ‘সেলিম আল দীন স্মারণিক অনুষ্ঠান-২০২৬’ শিরোনামে এই আয়োজনে সন্ধ্যা ৬টায় থাকবে ‘স্মৃতি-তর্পণ ও গান। এরপর মঞ্চায়ন হবে সেলিম আল দীনের পালানাটক ‘কালিন্দীর গীত’। পালানাট্য নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।
নাট্যবিশেষজ্ঞরা মনে করেন, সেলিম আল দীন শুধু নাটক লিখে যাননি, তিনি বাংলা নাট্যরীতি পুনর্নির্মাণ এবং নাট্যগবেষণার জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছেন। এই স্মরণোৎসবে তার জীবন, দর্শন ও সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ সুযোগ।
ঢাকা/রাহাত/শান্ত