ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৪ জানুয়ারি ২০২৬  
সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বুধবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আড় পর্যন্ত সূচক উত্থান ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৯.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৪টি কোম্পানির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত আছে ৮৭টির।

এদিন, ডিএসইতে মোট ৩৬৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬১২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩০.০৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.০৯ পয়েন্ট কমে ৮৫২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৯.১৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

এদিন সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়