ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্তে ৭ সদস্যের কমিটি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৩, ১৩ জানুয়ারি ২০২৬
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্তে ৭ সদস্যের কমিটি

১২ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভিতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগে

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, পুলিশ সুপারের প্রতিনিধি, কোল পাওয়ার জেনারেশ কোম্পানির ব্যবস্থাপক ও নিরাপত্তা প্রধান, মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি।

সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভিতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগে। প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

মহেশখালী উপজেলারে নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের বলেছেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হলে মহেশখালী ও চকরিয়া উপজেলা এবং বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানিয়েছেন, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ক্র্যাপ ইয়ার্ডে প্রবেশ করা পথশিশুদের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দায় নির্ধারণে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়