ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনীতির লক্ষ্য হওয়া উচিত সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করা: রবিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ১৪ জানুয়ারি ২০২৬  
রাজনীতির লক্ষ্য হওয়া উচিত সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করা: রবিন

তানভীর আহমেদ রবিন।

ঢাকা–৪ আসন এলাকায় শান্তি, ঐক্য ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, “রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক বন্ধন পুনঃপ্রতিষ্ঠা করা।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর শ্যামপুরে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

তানভীর আহমেদ রবিন বলেন, “সবকিছুর আগে বাংলাদেশ।আমি দল বুঝতে চাই না, আমি এলাকাবাসীকে বুঝতে চাই। এই এলাকায় কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের স্থান হবে না। প্রতিশোধপরায়ণ রাজনীতি আমি গ্রহণ করি না, কাউকেও করতে দেব না।”

তিনি আরো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ অনুসরণ করেই তিনি রাজনীতি করছেন। তার লক্ষ্য হলো শ্যামপুরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলা, যেখানে পরবর্তী প্রজন্ম নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারবে।”

নিজের শৈশবের স্মৃতিচারণ করে রবিন বলেন, “একসময় শ্যামপুরে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন ছিল দৃঢ়। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষ একে অপরের পাশে দাঁড়াত। কিন্তু বর্তমানে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কারণে সেই পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, “আমি চাই, হারিয়ে যাওয়া সেই বন্ধন আবার ফিরে আসুক।”

এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, “শ্যামপুরের বিভিন্ন এলাকায় এখনো গ্যাস সুবিধা নেই, জলাবদ্ধতা একটি বড় সমস্যা এবং পর্যাপ্ত সরকারি হাসপাতালের অভাব রয়েছে।”

এসব সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি জানান, স্থানীয় একটি কমিউনিটি সেন্টার গড়ে তোলার লক্ষ্যে তার পরিবার ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে। এই কেন্দ্রটি সামাজিক বন্ধন জোরদার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হচ্ছে।

নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রবিন বলেন, “আমি এলাকাবাসীর সন্তান হিসেবে সবাইকে আপনজন মনে করি। যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকব। যারা অন্যায় করেছে, তাদের বিচার আল্লাহর হাতে, তবে এলাকার শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব।”

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়