গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর মাসব্যাপী ১৫ কর্মসূচি
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে দেশজুড়ে মাসব্যাপী ১৫টি কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিগুলো ঘোষণা করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। এ সময় তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক সুযোগ বাস্তবায়িত হবে।”
সম্মেলনে জানানো হয়, ‘হ্যাঁ’তে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন—এই স্লোগান সামনে রেখে ডাকসু দেশজুড়ে সরাসরি জনসংযোগ, অনলাইন ক্যাম্পেইন, প্রদর্শনী বিতর্ক, রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সেমিনার, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে আলোচনা, ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা, গান-কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, বক্তৃতা প্রতিযোগিতা, পথ-নাটক ও মাইম প্রদর্শনীসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সফরের মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে সাদিক কায়েম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। এই গণভোট সেই চেতনা বাস্তবায়নের ঐতিহাসিক পথ। গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদান জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার শামিল।”
তিনি আরো বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বঞ্চিত ছিল। গণভোট সেই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার একটি বড় সুযোগ। ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জুলাই সনদ কার্যকর হবে, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও শক্তিশালী হবে।”
ডাকসুর ভিপি জানান, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, চাকরিতে নিয়োগে স্বচ্ছতা, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, সকল ধর্ম ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষা এবং ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে। একই সঙ্গে গুম-খুন, আয়নাঘরসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতির অবসান ঘটবে।
সংবাদ সম্মেলন থেকে জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ দেশের সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং সাধারণ ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী গণজোয়ার তৈরির আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহাঃ মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/সৌরভ/জান্নাত