লাংকাউই দ্বীপে পরীমণির অবকাশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
লাংকাউই দ্বীপে পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’খ্যাত নায়িকা পরীমণি বরাবরই ভ্রমণপ্রিয়। কাজের ফাঁকে সুযোগ পেলেই পাড়ি জমান দেশের বাইরে। কখনো চীন, কখনো সিঙ্গাপুর বা দুবাই। এবার কাজের ব্যস্ততা শেষ করে সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে।
লাংকাউইয়ের নীল সমুদ্র, খোলা আকাশ আর সবুজ প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন পরীমণি। সন্তানদের সঙ্গে নিরিবিলি পরিবেশে কাটানো এই সময় তার পোস্ট করা ছবিতে ধরা দিয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরীমণি। ছবিগুলোতে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা পরীমণির নানা মুহূর্ত ধরা পড়েছে। ক্যাপশনে মজার ছলে তিনি লিখেছেন, “শীত নেই। কেন শীত নেই।”
রোদেলা আবহাওয়া, শান্ত দ্বীপজীবন আর সন্তানদের সান্নিধ্যে পরীমণির সময় যে বেশ ভালো কাটছে, তা ছবিগুলো দেখলেই বোঝা যায়। ভক্তরাও অভিনেত্রীর এই সুখী মুহূর্তগুলোর জন্য শুভকামনা জানাচ্ছেন।
এদিকে, শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। রেজা ঘটক পরিচালিত এই সিনেমা আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে পরীমণিকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরী রূপে। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক, যিনি একজন ফটোগ্রাফার রায়হান চরিত্রে হাজির হয়েছেন।
দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও নিজের অবস্থান তৈরি করেছেন পরীমণি। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘ফেলুবক্সী’-তে অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।
ঢাকা/রাহাত/শান্ত