ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অফিসের পাশে গুলির ঘটনা, রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এনসিপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১৬, ১৪ জানুয়ারি ২০২৬
অফিসের পাশে গুলির ঘটনা, রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি। ছবি: এনসিপির ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে সেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি কার্যালয়ে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে আমাদের মনে হচ্ছে।”

আরো পড়ুন:

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেকেই জানিয়েছেন, নাহিদ ইসলামের নির্বাচনি ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে। এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিকেল ৫টার দিকে এনসিপি হোয়াটসঅ্যাপে একটি বার্তা দেয়। সেখানে উল্লেখ করা হয়, “বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।”

পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়