ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অত্যাবশ্যক: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৩৭, ১৪ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অত্যাবশ্যক: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ডের উপর মার্কিন নিয়ন্ত্রণ তার পরিকল্পিত গোল্ডেন ডোম বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ‘অত্যাবশ্যক।’ বুধবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প লিখেছেন, “জাতীয় নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে প্রয়োজন। আমরা যে গোল্ডেন ডোম তৈরি করছি তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে গেলে ন্যাটো আরো শক্তিশালী এবং কার্যকর হয়ে উঠবে। এর চেয়ে কম কোনো কিছু অগ্রহণযোগ্য।”

আরো পড়ুন:

ট্রাম্পের এই পোস্টটি এমন সময় এসেছে যখন শীর্ষ ডেনিশ ও গ্রিনল্যান্ডের কূটনীতিকরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে যাওয়ার কথা ছিল।

বৈঠক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন গ্রিনল্যান্ডের নিরাপত্তা সম্পর্কে মার্কিন উদ্বেগ কমাতে চেয়েছিলেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ডেনমার্ক সেখানে তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে।

ট্রাম্প বারবার কৌশলগত এবং কম জনবহুল আর্কটিক দ্বীপটি দখলের হুমকি দিয়েছেন। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় এক মারাত্মক হামলার নির্দেশ দেওয়ার পর থেকে তিনি গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে আরো বেশি কথা বলছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়