ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:০৭, ১৪ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল ঢাকায় গ্রেপ্তার

বার্মা সাইফুল (বায়ে) এবং তার সহযোগী শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো. সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে তার সহযোগীসহ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের দামপাড়ায় পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বার্মা সাইফুলকে গ্রেপ্তার অভিযানের বিস্তারিত তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ। বার্মা সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, দখল, দস্যুতা ও মারামারিসহ বিভিন্ন অপরাধের ৩৪টি মামলা রয়েছে।

আরো পড়ুন:

অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ জানান, পুলিশের একটি বিশেষ চৌকস টিম পাঁচলাইশ থানার আলোচিত স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় বার্মা সাইফুলের জড়িত থাকার তথ্য পায়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বার্মা সাইফুল তার সহযোগী শিহাব উদ্দিনকে নিয়ে ঢাকায় অবস্থান করছে। গত সোমবার (১২ জানুয়ারি) ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে বার্মা সাইফুল ও সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  

গ্রেপ্তারের পর আসামিদের নিয়ে অভিযান চালিয়ে শিহাব উদ্দিনের হেফাজত থেকে স্বর্ণ ছিনতাইয়ে ব্যবহৃত একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দায়েরকৃত মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বার্মা সাইফুলের বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবী রয়েছে। তার সহযোগী শিহাব উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে।

স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় এ পর্যন্ত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) এবং ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল।

এদিকে, পাঁচলাইশ মডেল থানার পৃথক অভিযানে বার্মা সাইফুলের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. মীর হোসেন প্রকাশ লিংকন (৩১)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াদ হোসেনের বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ ৫টি এবং মীর হোসেন প্রকাশ লিংকনের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫টি মামলা রয়েছে। তাদেরও আদালতে পাঠানো হয়েছে। 

গত ৫ জানুয়ারি চট্টগ্রাম শহরের আতুরার ডিপু এলাকায় সিএনসিচালিত অটোরিকশার তিন যাত্রীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ পাঁচলাইশ মামলা হয়। দুটি মোটরসাইকেলে চারজন এসে স্বর্ণ ছিনতাই করে। ছিনতাই করা স্বর্ণের ওজন ৩৫০ ভরি এবং আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।
 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়