নির্বাচনের আগে নিয়োগ বোর্ড স্থগিতে ইবির ইউট্যাবের চিঠি
ইবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো নতুনদের নিয়োগ নির্বাচনী বোর্ড না করার জন্য ভিসি বরাবর অনুরোধ জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান স্বাক্ষরে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ চিঠি প্রদান করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) 'ইউট্যাব' ইবি শাখার সভায় গৃহীত সিদ্ধান্ত জানিয়ে চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা রক্ষার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো নতুনদের নিয়োগ নির্বাচনী বোর্ড না করার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলরকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। যদি এটি অমান্য করা হয় তাহলে 'ইউট্যাব'-এর সাধারণ সভা আহ্বান করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এদিকে সিদ্ধান্তের বিষয়ে কোনো ধরনের অভিমত দেয়নি সভায় উপস্থিত প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. শাহীনুজ্জামান ও প্রফেসর ড. খায়রুল ইসলাম।
এ বিষয়ে ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. ম তোজাম্মেল হোসেন বলেন, “কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিবেচনায় ও স্বচ্ছ নিয়োগের জন্য কিছুদিনের জন্য নিয়োগ স্থগিত রাখতে বলা হয়েছে। চিঠিতে উল্লিখিত অভিমত না দেয়া অধ্যাপকদের বাইরে আরেকজন অধ্যাপক ড. আব্দুস শহিদ মিয়া এ বিষয়ে অভিমত দেননি।”
ঢাকা/তানভীর/জান্নাত