ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছেন যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৪ জানুয়ারি ২০২৬  
৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছেন যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গবেষণা খাতে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) পাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৫৬ জন শিক্ষার্থী। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-সচিব ফেরদৌস আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৫৪ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের আওতায় ২০২৫–২৬ অর্থবছরে যবিপ্রবির ১০টি বিভাগের ৫৬ জন শিক্ষার্থী মোট ৩০ লাখ ২৪ হাজার টাকা ফেলোশিপ পাচ্ছেন।

আরো পড়ুন:

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন; পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে ৬জন, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৩জন, গণিত বিভাগ থেকে ২জন, কেমিকৌশল বিভাগ থেকে ১জন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ থেকে ১৩জন, মাইক্রোবায়োলজি বিভাগ থেকে ১০জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে ৮জন, ফার্মেসি বিভাগ থেকে ৭জন, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগ থেকে ৫জন এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ থেকে ১জন ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল ও উৎসাহিত করতে ১৯৭৭–৭৮ অর্থবছর থেকে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান, এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করে আসছে সরকার। নির্ধারিত কমিটির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের ভিত্তিতে এই ফেলোশিপ প্রদান করা হয়।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়