শেষ গন্তব্যে বিপিএল
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আবারো কর্মচঞ্চল মিরপুর হোম অব ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ গন্তব্য ঢাকায় চলে আসায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেড়েছে ব্যস্ততা।
আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে বিপিএলের খেলা। সিলেটে বিপিএল শেষে সোজা চলে এসেছে ঢাকায়। এবার চট্টগ্রামে হচ্ছে না বিপিএল। ঢাকায় বিপিএলের খেলা চলবে ১৫ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। ঢাকায় ৬ দিনে হবে মোট ১০ ম্যাচ। তাতেই হয়ে যাবে শিরোপার ফয়সালা।
এবার সিলেটে শুরু হয়েছিল বিপিএল। সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল করা হয়। ফলে সিলেটেই আয়োজন করা হয় বেশিরভাগ ম্যাচ। সব মিলিয়ে ২৪টি ম্যাচ হয়েছে। ঢাকায় হবে বাকি ম্যাচ।
পারফরম্যান্সের হিসেবে এখন পর্যন্ত ভারসাম্যপূর্ণ লড়াই হয়েছে। ব্যাট-বলে দুই বিভাগেই পারফরম্যান্স ছিল। বেশ কিছু ম্যাচ অন্তিম পর্যায়ে হয়েছে ফয়সালা। সুপার ওভার হয়েছে ১টি। হ্যাটট্রিক হয়েছে ৩টি। সেঞ্চুরি হয়েছে ১টি। আছে চার-ছক্কার ফুলঝুরি। আবার ৫ উইকেট আছে দুইটি, ৪ উইকেট আছে ছয়টি।
পারফরম্যান্সের বিচারে সিলেটে ব্যাট-বলের লড়াইয়ে উত্তাপ ছড়িয়েছে। এখন ঢাকার পালা। যেহেতু শিরোপার লড়াই হবে, ধারনা করাই যাচ্ছে রান ফোয়ারা ছুটবে ঢাকার উইকেটে। পর্যাপ্ত বিশ্রামও মিলেছে উইকেটের। তাতে রান উৎসবের ম্যাচের প্রত্যাশা করাই যায়।
চট্টগ্রাম রয়্যালস বাদে বাকি পাঁচ দলই অন্তত ৮ ম্যাচ খেলেছে। চট্টগ্রাম খেলেছে ৭টি। সিলেট খেলেছে ৯টি। টেবিলের শীর্ষ তিন দল রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের কোয়ালিফায়ার নিশ্চিত। রংপুর শেষ দুই ম্যাচ জিতলে অনায়েসে চলে যাবে। আর যদি তারা হেরে যায় এবং ঢাকা ও নোয়াখালী নানা সমকীরণ পেরিয়ে যেতে পারে সেরা চারে।
টুর্নামেন্টের শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। কোয়ালিফায়ার নিশ্চিত করা সব দলেরই একটা লক্ষ্য শীর্ষ দুইয়ে থাকা। তাহলে ফাইনালে যাওয়ার সুযোগ দুইটি পাওয়া যায়। পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল খেলবে এলিমিনেটর ম্যাচ। এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দলের বিপক্ষে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। আর প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দল সবার আগে যাবে ফাইনালে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল যাবে ফাইনালে। দলগুলোর তাই শুরু থেকেই চাওয়া, যে করেই হোক পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা।
ঢাকা পর্বের প্রথম দিনে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।
ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট পাওয়া যাচ্ছে, www.gobcbticket.com.bd- এ। সর্বনিম্ন ২০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাচ্ছে বিপিএলের টিকিট।
ঢাকা/ইয়াসিন/আমিনুল