দিশার রহস্যময় কথিত প্রেমিককে চেনেন?
বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেম জীবন নিয়ে আলোচনা কম হয়নি। অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। কিছু দিন ধরে মাস্ক পরা রহস্যময় এক পুরুষকে ঘিরে দিশার প্রেম নিয়ে নানা চর্চা চলছে। ফলে রহস্যময় ব্যক্তিটির প্রতি আগ্রহের শেষ নেই দিশার ভক্ত-অনুরাগীদের মাঝে। অবশেষে তার পরিচয় প্রকাশ্যে এসেছে।
কয়েক দিন আগে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের ছোট বোন নূপুর স্যানন। দীর্ঘ দিনের প্রেমিক ভারতীয় সিনেমার প্লেব্যাক গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তার বিয়ের অনুষ্ঠানে রহস্যময় কথিত প্রেমিকের সঙ্গে দেখা যায় দিশাকে। যার একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।
এ ভিডিওতে দেখা যায়, রহস্যময় পুরুষটি অন্য কেউ নন, পাঞ্জাবি গায়ক তালউইন্ডার সিং সিধু। সুদর্শন এই যুবকের হাত ধরে অনুষ্ঠানে ঘুরতে দেখা যায় দিশাকে। তবে বিয়ের অনুষ্ঠানে মাস্ক ছাড়াই অংশ নেন তালউইন্ডার। উদয়পুরে আয়োজিত নূপুরের বিয়ের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে আনন্দ উপভোগ করেন তারা। হাত ধরার পাশাপাশি দিশার ঘনিষ্ঠ বন্ধু মৌনি রায় ও তার স্বামী, ব্যবসায়ী সুরাজ নামবিয়ারের সঙ্গে তাদের প্রাণবন্ত আড্ডা দিতেও দেখা যায়। এরপর থেকে তালউইন্ডারের সঙ্গে দিশার প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়েছে।
বহুবার রহস্যময় পুরুষটির সঙ্গে দেখা গিয়েছে দিশাকে। নতুন বছরের ছুটিতে গোয়ায় দিশা পাটানিকে তার সহ-অভিনেতা আরশাদ ওয়ারসির সঙ্গে দেখা গিয়েছিল। তখন রহস্যময় পুরুষটির কাঁধে হাত রেখে গাড়িতে বসেছিলেন দিশা।
দিশা পাটানির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে। এর আগে তার নাম জড়িয়েছিল সাইবেরিয়ার নাগরিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে। যদিও এ সম্পর্কের কথা তাদের কেউ-ই নিশ্চিত করেননি। তারও আগে বলিউড তারকা টাইগার শ্রফের সঙ্গে দিশার প্রেম জীবন নিয়ে কম চর্চায় হয়নি। যদিও তারা তা কখনো স্বীকার করেননি। তবু তাদের প্রায়ই একসঙ্গে দেখা যেত। ২০২২ সালের মাঝামাঝি তাদের সম্পর্ক ভেঙে যায়।
তালউইন্ডার একজন পাঞ্জাবি গায়ক, সুরকার। সংগীত নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য তার আলাদা পরিচিতি রয়েছে। দুয়া লিপা, মার্কিন র্যাপার জি-ইজি, শন মেন্ডেস, গ্রিন ডে এর মতো শিল্পীদের সঙ্গে পারফর্ম করেছেন তালউইন্ডার। মাথার খুলি চিত্রায়নের জন্য তার খ্যাতি রয়েছে।
তালউইন্ডার তার অদ্ভুত সাজের পেছনেও অদ্ভুত কারণ রয়েছে বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে এই শিল্পী বলেছিলেন, “আমি গোলগাপি (পানি পুড়ি/ফুচকা) খেতে খুব ভালোবাসি। চণ্ডীগড় বা দিল্লিতে থাকলে রাস্তার পাশে দাঁড়িয়ে গোলগাপি খেতে চাই। কিন্তু কেউ যেন ছবি তোলার জন্য বিরক্ত না করে।”
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা/শান্ত