ব্যালট পেপারে যা দেখছি তা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা–৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।
ব্যালট পেপারে অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি দাবি করেছেন, “ব্যালট পেপারে যে বিষয়গুলো দেখা যাচ্ছে তা উদ্দেশ্যমূলক এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত সংশোধন করা প্রয়োজন।”
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, “ব্যালট পেপারে যা দেখছি, তা উদ্দেশ্যমূলক।নির্বাচন কমিশনের উচিত দ্রুত এটি ঠিক করা।”
তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অসঙ্গতি দূর করার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, “কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনি পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আচরণবিধি লঙ্ঘন করা।”
এ বিষয়ে সতর্ক করে দিয়ে মির্জা আব্বাস বলেন, “মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসিনি। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস এম আব্বাস, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শাকিল, পল্টন থানা বিএনপির সদস্য লোকমান ফকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
ঢাকা/আলী/সাইফ