ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা-বাবাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪৩, ১৪ জানুয়ারি ২০২৬
মা-বাবাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

অভিযুক্ত রাসেল মোল্লা ও রানা মোল্লা।

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গত রবিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে, বিষয়টি জানাজানি হয় আজ বুধবার।

আরো পড়ুন:

অভিযুক্তরা হলেন- রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লার ছেলে। এ ঘটনায় সত্তার মোল্লা সোমবার দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে রাসেল ও রানা সত্তার মোল্লা ও তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে উঠানে মাটি খুঁড়ে তাদের জীবিত কবর দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে স্বামী-স্ত্রী প্রাণে রক্ষা পান।

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া জানান, সত্তার মোল্লার ছয় সন্তান রয়েছেন। এর মধ্যে, বড় ছেলে রাসেল ও মেজ ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে মা-বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। রবিবার রাতে তাদের জীবিত কবর দেওয়ার চেষ্টা করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়