টঙ্গীতে পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
কারখানার শ্রমিকেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
গাজীপুরের টঙ্গীতে এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে শ্রমিকরা কারখানার ভিতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
গত সোমবার (১২ জানুয়ারি) ওই কারখানার কমপক্ষে ২০ জন শ্রমিক অসুস্থ হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এভাবে শ্রমিক অসুস্থ হওয়ার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, টঙ্গীতে এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেয়। পরে এক এক করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে নারী ও পুরুষ অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিতে ভুগছে।
এর আগে গত সোমবার এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি ও আন্দোলন করে শ্রমিকরা। ওই সময় কমপক্ষে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কারখানা কতৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘‘টঙ্গীর একটি কারখানায় শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। আমরা ৭১ জনকে ভর্তি করেছি।’’
ঢাকা/রেজাউল/বকুল