ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

স্পর্শিয়ার ‘আরেক ফাল্গুন’

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পর্শিয়ার ‘আরেক ফাল্গুন’

আরেক ফাল্গুন নাটকের দৃশ্য

মোখলেছুর রহমান : অনেক দিন আগে মুন্না সাহেবের স্ত্রী গত হয়েছেন। একমাত্র মেয়ে মনিসাকে নিয়ে তার বসবাস। আত্মীয় স্বজন সকলেই ইংল্যান্ডে বসবাস করেন। সবাই অনেকবার মুন্না সাহেবকে দেশের সব কিছু বিক্রি করে ইংল্যান্ডে চলে যেতে বলেছে কিন্তু তিনি যাননি। যেখানে জন্ম এবং বেড়ে ওঠা সে জন্মভূমি ছেড়ে যেতে তার মন চায় না।

এদিকে মেয়ে মনিসা নাদিল নামের এক ছেলের সঙ্গে প্রেম করে। সব মিলিয়ে ভালোই কাটছিল তাদের সময়। ইংল্যান্ডে বসবাসরত তার এক অত্মীয় জানতে পারেন মুন্না সাহেবকে হত্যার পরিকল্পনা হচ্ছে।

একদিন মুন্না সাহেব বাসা থেকে বের হতে গিয়ে দেখে একটি ছেলে বাসার গেইটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ অবস্থায় ছেলেটিকে নিজের বাসায় নিয়ে যায় মুন্না সাহেব। জানতে পারে, চাকুরির জন্য গ্রাম থেকে এসেছে ছেলেটি। এতে ছেলেটির প্রতি মুন্না সাহেবের মায়া হয়। তাই নিজের ছেলের মতো ভেবে তার বাসায় আশ্রয় দেয়। তারপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে আরেক ফাল্গুন শিরোনামের নাটকটি।

ইঞ্জি. মো. এলাহান উদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। নাটকটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে- স্পর্শিয়া, রফিকুল্লাহ সেলিম, নয়ন বাবু, সিমান্ত মামুন, এলাহান, রমজান, সুমন, জিকো, মেহেদিসহ অনেকে।

সম্প্রতি রাজধানীর মিরপুর, পল্লবী ও রামপুরা মহানগর প্রজেক্টে সম্পন্ন হয়েছে এ নাটকের শুটিং। কোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে এ নাটক।


 

 


রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৫/মোখলেছ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ