ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গ্রন্থমেলায় ফারুক সুমনের প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গবন্ধু : অন্তরঙ্গ পাঠ’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৩  
গ্রন্থমেলায় ফারুক সুমনের প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গবন্ধু : অন্তরঙ্গ পাঠ’

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন তিনি কেবল নির্দিষ্ট কোনো দলের নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অবিসংবাদিত নেতা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুচিহ্নিত হয়েছে। আমরা ইতোমধ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছি।

কেউ তাঁর দলের সমর্থন নাও করতে পারেন কিন্তু ব্যক্তি বঙ্গবন্ধুকে অস্বীকার করা যাবে না। অন্তত মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাশ কাটিয়ে যেতে পারবো না। স্বাধীনতার স্থপতি হিসেবে দেশে-বিদেশে বঙ্গবন্ধু আজ সমানভাবে সমাদৃত। ১৯৭১ সালে তাঁর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 

'বঙ্গবন্ধু : অন্তরঙ্গ পাঠ' গ্রন্থটি বঙ্গবন্ধুর প্রতি লেখকের হার্দিক নিবেদন। বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে লেখা ব্যক্তিগত গদ্য ও কবিতা বইটিতে মলাটবন্দি হয়েছে। লেখায় বঙ্গবন্ধুর জীবনদর্শন ও কর্মপ্রবাহ অবলোকন করার চেষ্টা করেছেন লেখক। 

গ্রন্থটি প্রকাশ করেছে বৈভব। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য: ৩৫০ টাকা।

তারা//

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়