গ্রন্থমেলায় নাসরীন মুস্তাফার ৩টি বই
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে গ্রন্থমেলায় কথাসাহিত্যিক, প্রাবন্ধিক নাসরীন মুস্তাফার ৩টি বই প্রকাশিত হয়েছে।
‘কথা বলা বাড়িটা’ প্রকাশ করেছেন শৈশব প্রকাশ। এটি শিশুতোষ সহজ গল্পের বই। প্রচ্ছদ শিল্পীর নাম দেবাশিস দেব। দাম ২০০ টাকা।
‘জিয়নপাথর রহস্য’ কিশোর উপযোগী গোয়েন্দা-অ্যাডভেঞ্চার। প্রচ্ছদ এঁকেছেন মনিরুজ্জামান পলাশ। প্রকাশ করেছে আনন প্রকাশন। দাম ১৬০ টাকা।
‘তিনিই নেতা’ শিশু-কিশোর উপযোগী মঞ্চনাটক। প্রচ্ছদ শিল্পীর নাম মনিরুজ্জামান পলাশ। প্রকাশনা: আনন প্রকাশন। দাম ১৫০ টাকা।
তারা//
আরো পড়ুন