ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক কড়াইয়ে রুটি সেঁকা ও তরকারি রান্নার ভিডিও ভাইরাল

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৪ মে ২০২৫   আপডেট: ১৩:১৪, ৪ মে ২০২৫
এক কড়াইয়ে রুটি সেঁকা ও তরকারি রান্নার ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

টিনের কড়াই, মাঝে আটা দিয়ে বাঁধ তৈরি করে এক পাশে মাংস রান্না করছেন আর অন্যপাশে রুটি ভাজছেন এক যুবক।– এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মি. উমেষ নামের একজন এই ভিডিও তার ইন্সটাগ্রামে শেয়ার দিয়েছেন। হ্যাশট্যাগ থেকে সহজেই বোঝা যাচ্ছে, এটি একটি ফানি ভিডিও।

তিনি ক্যাপশনের লিখেছেন, Tawa nhi tha to। অর্থাৎ তাওয়া নেই তো কি হয়েছে, তিনি কড়াইতে একইসঙ্গে মাংস রান্না আর রুটি সেঁকে নেওয়ার কাজ করে নিচ্ছেন।

আরো পড়ুন:

নেটিজেনদের একজন লিখেছেন, ‘মানুষ যখন একা’। আরেকজন লিখেছেন ‘টেকনোলজি’। কেউ কেউ এই প্রচেষ্টাকে ইফেক্টিভনেস এবং ইফিসিয়েন্সি।

২৫ এপ্রিলে ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩৪ মিলিয়ন ভিউ হয়েছে। এতে লাইক দিয়েছেন ২২ লাখের বেশি নেটিজেন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়