ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেন–জির ব্যবহৃত শব্দ এবং শব্দের অর্থ

হৃদয় তালুকদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:১৯, ১৪ আগস্ট ২০২৪
জেন–জির ব্যবহৃত শব্দ এবং শব্দের অর্থ

ছবি: প্রতীকী

সিম্প, পুকি, সাস, ড্রিপ—এমন অনেক শব্দ ব্যবহার করে জেনারেশন যেড বা জেন-জিরা। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে জেন জি বলা হয়। এদের বর্তমান বয়স ১২ থেকে ২৭ বছর। এর আগের প্রজন্মের যে কারও পক্ষে জেন জির শব্দার্থ বোঝা কঠিন। চলুন জেন-জির ব্যবহৃত শব্দ ও শব্দের অর্থ খোঁজা যাক।

SIMP: কারো প্রতি দুর্বলতা বা ভালোবাসা জন্মেছে বোঝাতে সিম্প বলা হয়। বন্ধুদের আড্ডায় শোনা যায়, কিরে মামা তুই তো ওর প্রতি সিম্প।

Pookie: বন্ধুরা তার প্রিয় বন্ধুকে আদর করে বা ভালোবেসে পুকি বলে সম্মোধন করে থাকে।

SuS: সাস এসেছে সাসপেক্টেড থেকে। কাউকে সন্দেহজনক মনে হলে জেন-জিরা এই শব্দ প্রয়োগ করে। যেমন; কি হয়েছে? তোকে এমন সাস লাগছে যে!

DRIP: কুল শব্দটির সমার্থক হিসেবে অনেকেই ড্রিপের ব্যবহার করে থাকে। যেমন: জিনিসটাতো পুরাই ড্রিপ।

IYKYK: ফেসবুকে পোস্ট শেয়ার করে অনেকেই IYKYK লিখে থাকে যার পূর্ণরূপ  ইফ ইউ নো ইউ নো। অবগত বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয় এর মাধ্যমে।

TYSM: সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কমেন্টে এই শব্দ ব্যবহার করে থাকেন। অনেকের বোঝার কথা না এর অর্থ। এর অর্থ হলো থ্যাংক ইউ সো মাচ।

BTW: তরুণ প্রজন্মের অনেকে অনেক ক্ষেত্রেই এই শব্দটি ব্যবহার করে থাকেন। এর অর্থ হলো বাই দা ওয়ে।

TEA: টি মানে চা তাইনা? তবে এই টি দ্বারা অন্য কিছু বুঝানো হয়। পরনিন্দা, কারো সম্পর্কে জানার আগ্রহ থেকেই এই শব্দটি ব্যবহার করা হয়।

BRUH: এটি আসলে ইংরেজি ব্রাদারের শর্ট ভার্সন। শোক, কষ্ট, হতাশা, বিরক্তি প্রকাশে নিজের অভিব্যক্তি প্রকাশ করে এই শব্দটি ব্যবহার করা হয়।

LMK: এই প্রজন্মের তরুণরা চ্যাটিংয়ে সময় বাচাতে ব্যবহার করেন এই ধরনের শব্দ। এর অর্থ হলো লেট মি নো।

Skibidi: মূলত কোন কিছুর প্রতি ঘৃণা বা উপহাস প্রকাশে এটির ব্যবহার হয়। কোন সিনেমা বা গানের কমেন্টবক্সে এই শব্দের ব্যবহার দেখা যায়। যেটি নেতিবাচক হিসেবেই দেখা হয়।

AURA: এটির মাধ্যমে ব্যক্তিত্তের পরিমাপককে বোঝানো হয়। একজন ব্যক্তি কতটা কুল বা হট সেটি বোঝাতেই অরা গেইন অরা লস ব্যবহৃত হয়।

রেড ফ্লাগ: এর অর্থ লাল পতাকা হলেও জেন-জিদের কাছে এর মিনিং আলাদা। কারো ব্যবহারের নেতিবাচক দিককে এখানেই রেড ফ্লাগ হিসেবে চিহ্নিত করা হয়।

TBH: এর পূর্ণরূপ হলো টু বি অনেস্ট। লেখার ক্ষেত্রে অনেকেই এই শব্দটি ব্যবহার করে থাকেন। যেমন; TBH, এই কাজ আমি করি নাই।

Ok Boomer: জেন-জিরা পূর্ববর্তী প্রজন্মের মতামতকে পছন্দ না হলে ওকে বূমার বলে ব্যাঙ্গ করে।ওকে বূমার প্রজন্মের জন্মকাল ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত।

Rizz: এই শব্দের মাধ্যমে কারো পছন্দের ব্যক্তিত্বকে বোঝানো হয়। যেমন: শুভ আসলেই একটা রিজ।

Cap: ক্যাপ শব্দটি অনেকটাই অপবাদের মতো। কেউ মিথ্যে বললে বা মিথ্যেবাদী হলে তাকে বলা হয় ক্যাপ। যেমন: সুমন ক্যাপিং করছে মামা।

Based: অন্যের মতের সাথে সহমত প্রকাশ করে অনেকেই বলেন। সামির মতামতটা বেইজড।

OMW: কেউ নিজের অবস্থান জানান দিতে এই শব্দের ব্যবহার করেন। যার পূর্ণরূপ অন মাই ওয়ে। কেউ যদি জিজ্ঞেস করে সিয়াম তুই কোথায়? এর রিপলে দেয় OMW.

ERA: কারো অধিকার বা গ্রহণযোগ্য বুঝাতেই শব্দটির ব্যবহার করা হয়। কোন বড় খেলোয়াড় অবসর নিলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়,  End of an era.

DM: ফেসবুকে অনেকেই পণ্য বিক্রি করেছেন। রয়েছে হাজারো গ্রুপ। যেখানে কেউ পোস্টে লিখেছে বিস্তারিত জানতে DM করুন। অর্থ ডিরেক্ট মেসেজ।

Bussin: কোনো কিছুর বিশেষ প্রশংসায় বাসিন বলা হয়ে থাকে। যেমন: তুমি এত বাসিন চটপটি বানাও না বার বার খেতে ইচ্ছে হয়।

GOAT: সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি, নেইমার কিংবা রোনালদোর ছবির সাথে অনেকেই লিখছে গট। এই গট আসলে কি?  ছাগল? না এটির মাধ্যমে বোঝানো হয় গ্রেটেস্ট অফ অল টাইম।

LIT: কোন কিছুকে সুন্দর, মনোরোম, আনন্দদায়ক বোঝাতে এই শব্দগুলোর ব্যবহার করা হয়। যেমন আজকের পার্টিটা লিট ছিলো একেবারে।

cook: কাউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে অনেকেই ব্যবহার করেন লেট হিম কুক। পেছনে লাগা বা বিব্রতবোধ করার জন্য এটি ব্যবহার হয়।

Delulu:  আকাশকুসুম মনোভাবের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ইংরেজি ডিলিউশনাল শব্দটির অন্য রূপ এটি। টিকটকের মাধ্যমে জনপ্রিয়তা পায় শব্দটি। আকাশকুসুম প্রত্যাশার ক্ষেত্রেও এর ব্যবহার হয়। যেমন: তুমি এত ডেলুলু।

Glow Up: কারো ভালো হওয়া বা উন্নতি হওয়ায় ব্যবহার হয় এই শব্দটি। এর বিপরীতে হলো গ্লো ডাউন। যেমন: হাসিনের গ্লো আপ একদম নজরকাড়া।

জেন-জিরা কেন এমন শব্দ বা ভাষা ব্যবহার করে এ নিয়ে রাইজিংবিডির সাথে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের (প্রথম বর্ষ) শিক্ষার্থী মোরসালিনের সঙ্গে। তার মতে, এসব আসলে সেভাবে শেখা কোনো ভাষা বা শব্দ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব শব্দ ব্যবহার শুরু হয়েছে। অনেকেই আবার এসব শব্দ ব্যবহার করে লেখার সুবিধার্থে। যাতে কম সময় লাগে।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়