ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

সেলিম আল দীন জন্মোৎসব

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ১৭ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেলিম আল দীন জন্মোৎসব

নাট্যাচার্য সেলিম আল দীন

মোখলেছুর রহমান : বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হতে যাচ্ছে সেলিম আল দীন জন্মোৎসব। ১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে ৪ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে নাটকের দল ‘ঢাকা থিয়েটার’। এ উৎসব চলবে ১৮-২১ আগস্ট পর্যন্ত।

‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে এ নাট্যোৎসবটি। ১৮ আগস্ট সকাল ১০ টায়  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এ দলের সদস্যরা।

১৯ আগস্ট  সন্ধ্যা ৭টা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে থাকবে সেলিম আল দীন রচিত বিভিন্ন নাট্য চরিত্রের পরিবেশনা ‘পুতুল তোমার জনম কি রূপ’। চরিত্রাংকনে শিমূল ইউসুফ এবং পরিবেশনায় ঢাকা থিয়েটার।

২০ আগস্ট সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘স্বর্ণবোয়াল’। রচনায় সেলিম আল দীন এবং নির্দেশনায় রেজা আরিফ।

২১ আগস্ট বিকাল ৪ টায় জাতীয় নাট্যশালার  সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে সেলিম আল দীন স্মারক বক্তৃতা ২০১৫। বক্তব্য রাখবেন অধ্যাপক আবদুস সেলিম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদান করা হবে সেলিম আল দীন পদক ২০১৫। এ বছর সেলিম আল দীন পদক পাচ্ছেন অধ্যাপক অরুন সেন। পদক প্রদান করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালার  মূল হলে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ‘নিমজ্জন’ চনায় সেলিম আল দীন এবং নির্দেশনায় নাসির উদ্দীন ইউসুফ।

১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন নাট্যকার সেলিম আল দীন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঢাকা থিয়েটারে যোগ দেন সেলিম আল দীন।

১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন সেলিম আল দীন। তার হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফকে সঙ্গী করে গড়ে তোলেন গ্রাম থিয়েটার। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

 



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৫/মোখলেছ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়