ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিডনিতে শপিং সেন্টারে ছুরি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:২১, ১৩ এপ্রিল ২০২৪
সিডনিতে শপিং সেন্টারে ছুরি হামলা, নিহত ৬

অস্ট্রেলিয়ার সিডনির একটি ব্যস্ত শপিং সেন্টারে ছুরি হামলায় ছয় জন নিহত এবং এক শিশুসহ বেশ কয়েক জন আহত হয়েছে। শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিডনি পুলিশ।

অজ্ঞাতপরিচয় হামলাকারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। কী কারণে সে হামলা চালিয়েছিল তা এখনও জানা যায়নি।

আরো পড়ুন:

বিবিসি জানিয়েছে, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন মল কমপ্লেক্সে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার বিকেলে শপিং মলটিতে ক্রেতাদের ব্যাপক ভীড় ছিল।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, সিডনি অঞ্চলজুড়ে অন্তত আটজন রোগীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে ‘এই পর্যায়ে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর’।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়