ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৯ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:১৬, ২৯ নভেম্বর ২০২৫
৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ৬২ বছর বয়সী অ্যান্থনি আলবানিজ তার দীর্ঘদিনের সঙ্গী ৪৬ বছর বয়সী জোডি হেইডনকে বিয়ে করেছেন। শনিবার এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

গত বছর ভালোবাসা দিবসে আলবানিজ হেইডনকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর এই বছরই বিয়ের অনুষ্ঠান হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। কিন্তু অনুষ্ঠানের তারিখ এবং বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছিল।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী ক্যানবেরার দ্য লজে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ছোট অনুষ্ঠানে এই বিয়ে হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আলবানিজ বলেন, “পরিবার এবং নিকটতম বন্ধুদের সামনে আমাদের ভবিষ্যৎ জীবন একসাথে কাটানোর প্রতি আমাদের ভালোবাসা ও প্রতিশ্রুতি ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

হেইডন বছরের পর বছর ধরে বেশ কয়েকটি অনুষ্ঠানে আলবানিজের সাথে ছিলেন। ২০২২ সালে এবং চলতি বছরের মে মাসে তার লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সময় তার সাথে ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে হেইডন সিডনির ডিজাইনার ‘রোমান্স ওয়াজ বর্ন’ এর পোশাক পরেছিলেন। আর প্রধানমন্ত্রী এমজে বেলের তৈরি একটি স্যুট পরেছিলেন।

মিসেস হেইডনের পাঁচ বছর বয়সী ভাগ্নী এলা ছিল ফুলের মেয়ে এবং প্রধানমন্ত্রীর কুকুর টোটো ছিল আংটি বহনকারী।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়