ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় ৫ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৩ এপ্রিল ২০২৪  
ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় ৫ অভিবাসীর মৃত্যু

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পার হয়ে ব্রিটেন যাওয়ার সময় এক শিশুসহ পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটি জানিয়েছে, আনুমানিক ১১০ অভিবাসীকে নিয়ে একটি ছোট নৌকা ফ্রান্স থেকে রওনা হয়। উপকূল থেকে কয়েকশ মিটার দূরে থাকার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় কয়েক জন পানি ঝাপ দেয়। ফরাসি উপকূল রক্ষীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। 

স্থানীয় কর্মকর্তা জ্যাক বিল্যান্ট সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে অভিবাসী বোঝাই একটি নৌকায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা পাঁচজনের মৃত্যুতে শোক জানাই, যাদের মধ্যে সাত বছর বয়সী এক মেয়ে, একজন নারী এবং তিনজন পুরুষ রয়েছে। ইঞ্জিনটি উপকূল থেকে কয়েকশ মিটার দূরে থেমে গিয়েছিল এবং বেশ কয়েকজন পানিতে পড়ে যায়।’

তিনি জানান, উদ্ধারকারীরা দ্রুত পৌঁছেছে এবং ৪৭ জনকে উদ্ধার করেছে। চারজনকে হাসপাতালে আনা হলেও তাদের জীবনের কোনো আশঙ্কা ছিল না।

এই ব্রিটিশ কর্মকর্তা বলেন, ‘আরও ৫৭ জন নৌকায় ছিলেন। তারা উদ্ধার হতে চায়নি, তারা ইঞ্জিনটি পুনরায় চালু করতে সক্ষম হয় এবং ব্রিটেনের দিকে রওনা হয়।’

রয়টার্স জানিয়েছে, নৌকাটি উইমেরেক্স থেকে ছেড়ে এসেছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়