ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

চীনের সর্বোচ্চ বিজ্ঞান-প্রযুক্তি সম্মাননা পেলেন দুজন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৪ জুন ২০২৪   আপডেট: ২২:৩৪, ২৪ জুন ২০২৪
চীনের সর্বোচ্চ বিজ্ঞান-প্রযুক্তি সম্মাননা পেলেন দুজন বিজ্ঞানী

চীনের সর্বোচ্চ বিজ্ঞান-প্রযুক্তি সম্মাননা পেয়েছেন দুজন বিজ্ঞানী। তারা হলেন- ফটোগ্রামমেট্রি ও রিমোট সেন্সিং বিশেষজ্ঞ লি ডেরেন এবং কনডেন্সড ম্যাটার ফিজিসিস্ট সুয়ে ছিখুন। 

সোমবার (২৪ জুন) বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিনপিং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে অবদানের জন্য এই দুজন প্রবীণ বিজ্ঞানীকে চীনের শীর্ষ বিজ্ঞান-প্রযুক্তি পুরস্কার প্রদান করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণও দিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।

স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণে চীনের সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক অবদান রেখেছেন লি। স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের মাধ্যমে উচ্চ-নির্ভুল গ্লোবাল পজিশনিং ও ম্যাপিং প্রযুক্তিতে অগাধ জ্ঞানের কারণে, লি বেশ আলোচিত।  

অন্যদিকে, ঘনীভূত পদার্থ পদার্থবিদ্যার একজন বিশিষ্ট বিজ্ঞানী সুয়ে, তিনি একাধিক বৈজ্ঞানিক সাফল্য অর্জন করেছেন। তার দল কোয়ান্টাম অ্যানোমালাস হল প্রভাবের প্রথম পরীক্ষামূলক পর্যবেক্ষণ করেছে। এছাড়াও হেটারোস্ট্রাকচার সিস্টেমে ইন্টারফেস-বর্ধিত উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিভিটি আবিষ্কার করেছে, যা উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিভিটির গবেষণায় একটি নতুন দিক উন্মুক্ত করেছে।

হাসান/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়