ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১২ জুন ২০২৫   আপডেট: ১৪:২৬, ১২ জুন ২০২৫
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২১

ভারতে গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯ রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত আরো ছয়জনের মৃত্যু হয়েছে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেরালা সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য, সেখানে ২ হাজার ২২৩ জন সক্রিয় আক্রান্ত। এরপর রয়েছে গুজরাট (১ হাজার ২২৩), দিল্লি (৭৫৭), পশ্চিমবঙ্গ (৭৪৭) এবং মহারাষ্ট্র (৬১৫)।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায়, দেশের সব রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মহড়া চলছে।

সব মিলিয়ে, সংক্রমণ বৃদ্ধির এ সময়টিকে গুরুত্বসহকারে নিচ্ছে ভারতীয় প্রশাসন। সাধারণ জনগণকেও স্বাস্থ্যবিধি মেনে চলার এবং অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়