ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্তে থাই ও কম্বোডিয়ান সেনাদের গোলাগুলি, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ১৬:০০, ২৪ জুলাই ২০২৫
সীমান্তে থাই ও কম্বোডিয়ান সেনাদের গোলাগুলি, নিহত ১২

ফের উত্তেজিত থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত। বিতর্কিত তাও মোয়ান থম মন্দির সংলগ্ন সীমান্ত নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনারা। এ ঘটনায় থাইল্যান্ডের একজন সামরিক কর্মী ও ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকেই উভয় পক্ষ একে অপরের দিকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনার জেরে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও ব্যাপক অবনতি হয়েছে।

আরো পড়ুন:

উভয় দেশই দাবি করেছে, প্রতিপক্ষই প্রথম গুলি চালিয়েছে। থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া প্রথমে একটি ড্রোন প্রেরণ করে এবং পরে ভারী অস্ত্র (আর্টিলারি ও বিএম-২১ রকেট) দিয়ে গোলাবর্ষণ শুরু করে।

থাই সেনাবাহিনীর মুখপাত্র রিচা সুকসুওয়ানন জানিয়েছেন, কম্বোডিয়ার রকেট হামলায় একজন থাই সেনা ও ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে সিসাকেট প্রদেশে ৯ জন, সুরিন প্রদেশে ২ জন ও উবন রাতচাথানি প্রদেশে ১ জন নিহত হয়েছেন। 

ঘটনার জেরে সীমান্তসংলগ্ন ৮৬টি গ্রামের প্রায় ৪০,০০০ থাই নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

তবে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থাইল্যান্ডের ওপর প্রথম আক্রমণের অভিযোগ এনে বলেছে, তাদের সেনারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে।

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন ফেসবুকে পোস্টে দাবি করেন, থাই সেনাবাহিনী ওডার মিনচে ও প্রিয়াহ ভিহার প্রদেশে গোলাবর্ষণ করায় কম্বোডিয়া জবাবি আক্রমণ করতে বাধ্য হয়েছে। তিনি জনগণকে শান্ত থাকার ও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

ঘটনার পরপরই থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে। কম্বোডিয়াও থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ‘সর্বনিম্ন স্তরে’ নামিয়ে এনেছে এবং সকল কূটনীতিককে প্রত্যাহার করেছে। এছাড়াও থাই দূতাবাস কম্বোডিয়ায় অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের পরামর্শ দিয়েছে।

থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে তাদের সব স্থল সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়