ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৫২, ২৬ জুলাই ২০২৫
চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আজ শনিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর সিনহুয়ার।

প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করে স্থানীয় সময় সকাল ৬ টার দিকে পিঙ্গলিয়াং ও কিংইয়াংয় অঞ্চলে এই রেড অ্যালার্ট জারি করেছে।

আরো পড়ুন:

একই দিনে, সংস্থা দুটি পরবর্তীতে একই অঞ্চলে ভূমিধসের আশঙ্কার জন্যও রেড অ্যালার্ট জারি করেছে।  

প্রাদেশিক আবহাওয়া দপ্তর পরবর্তী ১২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮০ থেকে ১২০ মিলিমিটারের মধ্যে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ মিলিমিটারের মধ্যে হতে পারে আশঙ্কা করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, যার ফলে আকস্মিক বন্যা ও ভূমিধস উভয়ই ঘটাতে পারে। আবহাওয়া দপ্তর উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

চীনে চার স্তরের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা রয়েছে, যার মধ্য রেড অ্যালার্ট হলো সবচেয়ে গুরুতর সতর্কতা। এরপরে রয়েছে অরেঞ্জ, ইয়েলো ও ব্লু অ্যালার্ট।

এর আগে গতকাল শুক্রবার ভোর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের কাছের শিল্পনগরী বাওডিংয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ব্যাপক এই বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ১৯ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

উত্তর চীনে সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত দেখা গেছে। যার ফলে বেইজিংসহ ঘনবসতিপূর্ণ শহরগুলো বন্যার ঝুঁকিতে পড়েছে। কিছু বিজ্ঞানী চীনের সাধারণত শুষ্ক উত্তরে বেশি বৃষ্টিপাতকে বিশ্ব উষ্ণায়নের সাথে যুক্ত করেছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়