ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৯ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৩৯, ২৯ জুলাই ২০২৫
গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা এখন ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১১৩ জন নিহত এবং ৬৩৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর বাইরে আরো বহু হতাহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। গত মার্চ থেকে গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ শুরু করে। তবে এই ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি যারা যাওয়ার চেষ্টা করেন তাদের নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েলি সেনারা।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়