ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের কয়েকটি উপকূলে আঘাত হেনেছে উঁচু ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৩০ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৩৫, ৩০ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের কয়েকটি উপকূলে আঘাত হেনেছে উঁচু ঢেউ

রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের কয়েকটি উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েক উঁচু ঢেউ আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ক্রিসেন্ট সিটিতে ৩ দশমিক ৬ ফুট উচ্চতার সুনামি ঢেউ লক্ষ্য করা গেছে। রাজ্যের এরিনা কোভে এলাকায় জোয়ারের স্তর থেকে ১ দশমিক ৬ ফুট উঁচু সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে। এছাড়া  হাওয়াইয়ের হিলোতে ৪ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে নারিনো এবং চোকো বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের মতে, ওই অঞ্চলগুলোতে সমুদ্র সৈকত বন্ধ এবং সামুদ্রিক যানবাহন চলাচলের জন্য সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে, ফরাসি পলিনেশিয়ার মার্কেসাস দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আগামী কয়েক ঘন্টার মধ্যে ৩ দশমিক ৬ ফুট থেকে ৭ দশমিক ২ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঢেউগুলি উয়া হুকা, নুকু হিভা এবং হিভা ওয়া দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকার মানুষকে উঁচু ভবন বা আশ্রয়স্থলে সরে যেতে বলা হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোররাতে রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়