ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৩১ জুলাই ২০২৫  
ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপের ফলে লক্ষ্যবস্তু ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা পেতে বাধা দেওয়া হচ্ছে, যদিও এটি কোনও নির্দিষ্ট ব্যক্তির তালিকা দেয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিণতি আরোপ করা এবং পিএলও ও পিএকে তাদের প্রতিশ্রুতি মেনে না চলার এবং শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করার জন্য জবাবদিহি করতে” এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুটি ফিলিস্তিনি দল ‘ইসরায়েলের সাথে তাদের সংঘাতকে আন্তর্জাতিকীকরণের জন্য পদক্ষেপ নিয়েছে’ যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতও রয়েছে এবং উভয়ই ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে চলেছে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতিনিধিদের সাথে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা যায়নি।

গাজা যুদ্ধের কারণে ইসরায়েল ক্রমবর্ধমান বিশ্ব চাপের সম্মুখীন হচ্ছে। বেশ কয়েকটি পশ্চিমা শক্তি জানিয়েছে যে তারা একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়