ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৩৩, ১ আগস্ট ২০২৫
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৮

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় শিশুসহ ২৮ জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোরে রাশিয়া ৩০০ টিরও বেশি ড্রোন ও আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। 

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, হামলায় দেড় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে ১৬ জন শিশু।

উদ্ধার অভিযান অব্যাহত থাকায় শহর কর্তৃপক্ষ শুক্রবার শোক দিবস ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো এক্স-এ বলেছেন, “আজ সকালে ধ্বংসস্তূপ থেকে ২ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে তিন জন শিশু।”

তিনি আরো বলেছেন, “রাশিয়াকে বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব উপকরণ বিশ্বের কাছে রয়েছে। অভাব রয়েছে ক্ষমতার নয় - বরং ইচ্ছাশক্তির।”

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘ঘৃণ্য’ আচরণের তীব্র সমালোচনা করেছেন। তবে তিনি জানিয়েছেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে নিবৃত্ত করবে কিনা তা তিনি নিশ্চিত নন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়